বরিশালে পেট্রোল পাম্পে ধর্মঘট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৮:২৭ পিএম
বরিশালে পেট্রোল পাম্পে ধর্মঘট

তেল বিক্রির কমিশন ৭% করার দাবিসহ ১০ দফা দাবিতে সারাদেশের মতো বরিশালেও পালিত হচ্ছে পেট্রোল পাম্পে অর্ধবেলা ধর্মঘট। রোববার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়েছে।

পেট্রোল পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট পালন করা হয়েছে। তাদের দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। এদিকে সকালে পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে, তেল নিতে মানুষজন এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। 


আপনার জেলার সংবাদ পড়তে