কলমাকান্দায় মানবাধিকার পরিবেশ সুরক্ষা প্রকল্প (পিসিসি) ওরেন্টেশন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০১:৫১ পিএম
কলমাকান্দায় মানবাধিকার পরিবেশ সুরক্ষা প্রকল্প (পিসিসি) ওরেন্টেশন

নেত্রকোনার কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (পিসিসি) কলমাকান্দা উপজেলার বিভিন্ন সিভিল সার্ভিস সোসাইটির আওতাভুক্ত সুশীল ব্যক্তিদের নিয়ে এক ওরেন্টেশন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ মে) সকাল ১০টায় কলমাকান্দা উপজেলা প্রেসক্লাব হলরুমে মাকসুদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও পিসিসির কর্ডিনেটর আনিছুর রহমানের সঞ্চালনায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় কলমাকান্দা উপজেলার বিভিন্ন সিভিল সার্ভিস সোসাইটির সুশীল ব্যক্তিদের নিয়ে এই ওরেন্টেশন আয়োজন করা হয়েছে।

এ ওরেন্টেশনে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা কালবের সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, পিসিসির প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার, ট্রাইবেল সম্পাদক বুতুয়েল কুবি, সোসাল মোবিলাইজার কলমাকান্দা শাখার অঞ্জন সাংমা, মোনালিসা হাজং, তিন উপজেলার কোর্ডিনেটর আনিছুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তাং, জহিরুল ইসলাম মামুন, রিপন মিয়া, আব্দুর রসিদ আকন্দ, রীনা হায়াৎ, লোকমান হোসেন ও কবি রঞ্জনসহ অনেকেই।

আপনার জেলার সংবাদ পড়তে