লক্ষ্ণীপুরের রামগতিতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভার আয়োজন করে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন।
উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল করিম কাউছারের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. সামিউল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মুশাররফ হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শিরাজ উদ্দিন, রামগতি পৌরসভার সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা জামায়াতের আমীর মাও. আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাও. আবুল খায়ের, রামগতি প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক, ছাত্র প্রতিনিধি মো. আদনান, রামগতি পৌরসভার চরডাক্তার এলাকার পার্টনার ফিল্ড স্কুল দলের সভাপতি কৃষক মো. শাহাবউদ্দিন প্রমূখ।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শৌরভ-উজ-জামানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে আলোচকরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানসহ বিভিন্ন ফসল চাষ সম্পর্কে ধারণা দেন। চাষাবাদ করতে গিয়ে কৃষকরা যে যে সমস্যার সম্মুখীন হন, সেগুলো চিহ্নিত করে এসব সমস্যার সমাধানে করণীয় বিষয়গুলো আলোকপাত করা হয়। শস্য সমূহে অতিরিক্ত সার ও পানির ব্যবহার বর্জনের পরামর্শ দেওয়া হয়। সঠিক পরিমাণে সার ও পানি ব্যবহারের উপকারিতা জানানো হয়।