কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রতি বছরেই এই ভূমি মেলার আয়োজন করা হয়। তবে এবারে পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন আংগিকে হচ্ছে। ভূমি সেবা জনগণের দৌড়গোরায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আপনারা জেনে থাকবেন শতভাগ অনলাইন ভিত্তিক ডিজিটাল ভূমিসেবা চালু করা হয়েছে। এটা কিন্তু জনগণ সেভাবে জানে না, জনগণকে এ ব্যাপারে জানানোর জন্যই এই মেলার আয়োজন। জনগণকে জানানো, সচেতন করা ও উদ্বুদ্ধ করা। বর্তমান সরকার মেলার মাধ্যমে আমরা চেষ্টা করলে অর্থনৈতিক বছরে রাজস্ব বাড়বে। পাশাপাশি জনগণকে ভূমি উন্নয়ন করের বিষয়ে সচেতনতা বাড়বে।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে ২৫ থেকে ২৭ মে তিন দিনব্যাপী এ ভূমিমেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।
রোববার (২৫ মে) কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টায় এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম), জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও রমজান আলী । এছাড়া সেমিনারে সদর উপজেলা নির্বাহী অফিসার মো:এরশাদ মিয়া, রেভিনিউ ডেপুটি কালেক্টর জেবুন নাহার, সহকারী কমিশনার মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান,সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমিনারে জেলা প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর(খাজনা)স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।
তিনি আরো বলেন, ভূমি মেলায় মানুষ সহজ ভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এল.এ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যাক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, সাংবাদিকগন ও বিভিন্ন স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।