চাটমোহরে জমির মালিকরা সেবা পাচ্ছেন ভূমিমেলায়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৪:১৬ পিএম
চাটমোহরে জমির মালিকরা সেবা পাচ্ছেন ভূমিমেলায়

পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ভূমিমেলা। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে রোববার থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত দুই দিনে এই ভূমিমেলায় রেজিস্ট্রেশন,ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ,অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান করা হচ্ছে। একইসাথে ভূমি সেবা সম্পর্কে অভিযোগ বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ের আবেদন গ্রহণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা মুসা নাসের চৌধুরী বলেন,ভূমি সেবা ত্বরান্বিত করার জন্যই এই মেলার আয়োজন। ভূমি সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা রয়েছে। এজন্য জনসাধারণকে সচেতন করা হবে এই আয়োজনের মাধ্যমে। 

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এরআগে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আপনার জেলার সংবাদ পড়তে