পিরোজপুর পৌরসভা শহরের সৌন্দর্য বর্ধন ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে ড্রেন, ফুটপাত ও রাস্তা নির্মান এবং সড়ক বাতি স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রকল্পের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক জানান, বিশ্ব ব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে এবং কোভিড-১৯ প্রকল্পের আওতায় নেওয়া বিশেষ কর্মসুচির এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের অধীনে শহরের কৃষ্ণচুড়া মোড় থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাক সড়কে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৩০০ মিটার ড্রেন, ৩০০ মিটার ফুটপাত, ১৫০ মিটার রাস্তা নির্মান এবং ৬০টি সড়কবাতি স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলাউদ্দিন ভ’ঞা জনী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পৌর প্রশাসক মো: সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।