"স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী " এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, ডাব্লুিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও অগ্রদূত বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর পুলিশ তদন— কেন্দ্রের ইনচার্জ সেলিম সাকলাইন, রহনপুর বিজেপি ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী চৌধুরী, অগ্রদূত বাংলাদেশ সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা টাস্কফোর্স কমিটিকে সক্রিয় করতে হবে। সরকারি দপ্তর সমূহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় তামাক এজেন্সি ও দোকানদার রয়েছে তাদের তালিকা তৈরি করে প্রচার প্রচারণা কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে।