বড়াইগ্রামে নির্মানাধীন রাস্তার মাটি চাপায় শিশুর মৃত্যু

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৫:৩৮ পিএম
বড়াইগ্রামে নির্মানাধীন রাস্তার মাটি চাপায় শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সরকারীভাবে কাঁচা রাস্তা নির্মাণ প্রকল্পের ভেকু (এক্সকেভেটর) দেখতে গিয়ে ধ্বসে পড়া মাটির নীচে চাপা পড়ে মুসতাকিন আহমেদ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় সাকিব হোসেন (১২) নামে আরো এক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব বিল গরিলায় এ ঘটনা ঘটে। নিহত মুসতাকিন উপজেলার খাকসা গ্রামের জহুরুল ইসলামের ছোট ছেলে। আহত সাকিব একই গ্রামের আবু তাহেরের ছেলে। তারা দুজনই খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। 

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, বিল গরিলায় ভেকু দিয়ে দুই পাশের জমি থেকে মাটি কেটে কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছিল। সোমবার দুপুরে বৃষ্টির পরে মুসতাকিন ৪-৫ জন বন্ধুকে নিয়ে রাস্তার মাটি কাটা দেখতে যায়। এ সময় তারা সেখানে খেলাধুলার এক পর্যায়ে নতুন কাটা মাটির গর্তের পাড় ভেঙ্গে তার নীচে চাপা পড়ে। এতে মুসতাকিন ঘটনাস্থলেই নিহত ও সাকিব গুরুতর আহত হয়। পরে স্বজনরা আহত সাকিবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আপনার জেলার সংবাদ পড়তে