আগামী ১ জুন হতে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে সব প্রকার বনজ সম্পদ আহরন বন্ধ থাকবে। এ ছাড়া এ সময়ের মধ্যে পর্যটন সহ সকল প্রকার মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই বিষয়টি জনগনকে জানানোর জন্য আগেভাগেই সুন্দরবন সংলগ্ন লোকালয়ে মাইকিং করা হচ্ছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ এই মাইকিং করার উদ্যোগ নেয়। সোমবার (২৬ মে) দিন ব্যাপী কাশিয়াবাদ স্টেশন তাদের ফাইবার যোগে শাকবাড়িয়া নদীর লোকালয়ের গ্রামগুলো মাইকিং করে জেলে বাওয়ালী, মৌয়ালী সহ সব ধরনের জনসাধারণকে বিষযটি অবগত করে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ বলেন, নিষেধাজ্ঞা সময় কোন লোকজন যাতে সুন্দরবনে প্রবেশ না করে তার জন্য সচেতনতার লক্ষ্য মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারনা চালনা হচ্ছে। সেই সাথে সাথে সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ সময়ে বনজ সম্পদ যাতে কেউ ক্ষতি করতে না পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।