“ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং নওয়াপাড়া ভূমি অফিসের নায়েব। এ সময় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিদের জমি সংক্রান্ত বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহকারী কমিশনার (ভূমি )আব্দুল্লাহ আল ফারুক। আরো উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধক্ষ্য মল্লিক খলিলুর রহমান প্রমুখ।