কলাপাড়ায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম
কলাপাড়ায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় “রাস্তার পাশে সবজি ক্ষেত’ প্রদর্শনী ও কৃষকদের চাষাবাদে উদ্ধুদ্ধ করতে  মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়ার পশ্চিম টিয়াখালী গ্রামের সিক্সলেন সড়কের পাশে এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম শিকদার।  খরিপ-২ মৌসুমে বরিশাল,  পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, প্রকল্পের মনিটরিং  এন্ড ইভুলুয়েশন কর্মকর্তা মো. তৌহিদ, কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান,  কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। কলাপাড়ায় এ প্রকল্পের আওতায় ৬০ টি রাস্তার পাশে সবজি চাষ প্রদর্শনী করা হয় এ মৌসুমে।  কৃষি বিভাগের সহায়তায় প্রতিটি কৃষি প্রদর্শনীতে কৃষকরা মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকা খরচ করে প্রতি কৃষক ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার লাউ, কুমড়া, শিম, বরবটি বিক্রি করে আর্থিক লাভবান হয়।

আপনার জেলার সংবাদ পড়তে