মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত ১৬ মে রাতে শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এই ১৩৬ জন ব্যবসায়ী প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে ক্ষতিপুরণ বাবদ প্রদান করা হয়।
আজ সোমবার বিকালে শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্ধকৃত অনুদানের চেক অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) গোলাম রাব্বানী সোহেল ,শ্রীনগর বাজার কমিটির আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন , সদস্য সচিব মোঃ সাইফুল আলম টিটু সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ।অগ্নিকান্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে গৃহায়ন ও গনপুর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিলেন।