শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৮:০১ পিএম
শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত ১৬ মে রাতে শ্রীনগর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এই ১৩৬ জন ব্যবসায়ী প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে ক্ষতিপুরণ বাবদ প্রদান করা হয়।

আজ সোমবার বিকালে শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্ধকৃত অনুদানের চেক অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  মাঝে বিতরণ করেন।শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) গোলাম রাব্বানী সোহেল ,শ্রীনগর বাজার কমিটির আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন , সদস্য সচিব মোঃ সাইফুল আলম  টিটু সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ।অগ্নিকান্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে গৃহায়ন ও গনপুর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে