আজ জানা যাবে ঈদুল আজহার তারিখ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৮:০০ এএম
আজ জানা যাবে ঈদুল আজহার তারিখ

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণের জন্য চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী। জাতীয় চাঁদ দেখা কমিটি আজ একটি জরুরি সভা আহ্বান করেছে। এই সভায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, সেই অনুযায়ী ঈদের দিন ঘোষণা করা হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে ধর্ম মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে কোরবানির ঈদের তারিখ।

চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে তথ্য জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বর (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্স নম্বর (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১)-এ জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করেছিল। তবে, কর্মীদের দীর্ঘ ছুটি উপহার দিতে এই সময়সীমা বাড়িয়ে ১১ ও ১২ জুন-কেও ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরিবর্তে ১৭ ও ২৪ মে — দুইটি শনিবার অফিস খোলা রাখা হয়। এর ফলে কর্মজীবীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে