কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ১২:৩৬ পিএম
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে কওমি মাদ্রাসায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে রাঙ্গাবালী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।

এ ঘটনায় একমাত্র অভিযুক্ত মো. আবদুল প্যাদা (৩২) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার রাত ৩টা ২০ মিনিটের দিকে চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির বসতঘরের পেছনের টয়লেটে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ওই কিশোরীকে পরিকল্পিতভাবে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী আবদুল প্যাদা। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে এবং আবদুল প্যাদাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কিশোরী মামলা দায়ের করেন। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে