নাটোরের লালপুর থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭মে) সকাল ১০টায় লালপুর থানা পুলিশের আয়োজনে থানার হল রুমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ রুহুল আমিন, লালপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার এসআই সাজেদুর রহমান, এস আই ওমর ফারুক শিমুল, এস আই আল মাসুম, লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজদার রহমান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, মুক্তযুদ্ধো,
শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও বিভিন্ন পরামর্শ সরাসরি পুলিশের কাছে তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা জনগণের কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ওপেন হাউজ ডে-তে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। এবং তা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।