সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কৃষি ইউনিট(কৃষিখাত)এর আওতায় এবং প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি)এর আয়োজনে মঙ্গলবার(২৭মে)উচ্চফলনশীল নতুন জাতের ব্রি ধান-৮৯ ও ব্রি ধান-৯২ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আসয়াদ বিন খলিল রাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার রঞ্জু আলম এবং পিপিডি সংস্থার উল্লাপাড়া শাখার,শাখা ব্যবস্থাপক গোলাম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পিপিডি উল্লাপাড়া শাখার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ আধুনিক ও টেকসই পদ্ধতিতে ধান চাষাবাদের কলা-কৌশল সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি বলেন,এই ধানের গড় ফলন প্রায় বিঘাপ্রতি ৩০ মণ এবং এই জাতগুলো রোগবালাই ও ক্লাইমেট সহনশীল।
প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং উচ্চফলনশীল নতুন জাতের ধান চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রধান অতিথি প্রকল্পের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং কৃষকদের এই ধরনের নতুন জাতের ধান চাষ বাড়ানোর জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,কৃষি ইউনিটের সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তা,সহকারী কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা, ক্রেডিট অফিসারসহ সমিতির ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।