মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালকসহ আরো তিনজন যাত্রী। শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নিমতলা- রশুনিয়া এলাকার কবরস্থান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ইয়ামিন (১৮) মারা যায়। সে সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের আলী আকবরের ছেলে। আহতরা হলেন, সিরাজদিখান উপজেলার চর বিশ্বনাথ এলাকার ভজহরি মন্ডলের ছেলে বাবু মন্ডল (৭০), সিএনজি চালক শ্রীনগর উপজেলার নজরুল, মুন্সীগঞ্জ সদর থানার কালীখোলা এলাকার জোবায়ের (২১) ও তার ভাই রিফাত (১৮), উভয়ের পিতা মনির হোসেন। আহতদের সিরাজদিখান ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর রহমান রাজিব আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন। পুলিশ জানায়, সিএনজি রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি শিয়ালকে ধাক্কা দিলে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনাটি ঘটে। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও চালকসহ আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের ঢাকায় প্রেরন করেন। সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।