“বৃক্ষ লাগাই ভূরি ভূরি, তপ্ত বাযু শীতল করি” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাই ব্যাংকার্স ক্লাব উদ্যোগে শতাধিক ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপন করা হয়েছে। কালাই ব্যাংকার্স ক্লাব আয়োজনে বুধবার সকালে সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.ইফতেকার রহমান, কালাই উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. আবিদ আবদুল্লাহ, কালাই ব্যাংকার্স ক্লাবের সভাপতি ও সোনালী ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক মো. শামছুল আলামিন, কালাই ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও রাকার কালাই শাখার ব্যবস্থাপক মো. নূর ইসলাম, কালাই ব্যাংকার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও মার্কেন্টাইল ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন, কালাই ব্যাংকার্স ক্লাবের নির্বাহী সদস্য ও কর্মসংস্থান ক্যাংক কালাই শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, কালাই ব্যাংকার্স ক্লাবের নির্বাহী সদস্য ও অগ্রণী ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক মো. তোরিকুল ইসলাম ও পল্লী সঞ্চয় ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক মো. ময়জুল ইসলাম প্রমুখ।
এসময় কালাই ব্যাংকার্স ক্লাবের সভাপতি ও সোনালী ব্যাংক কালাই শাখার ব্যবস্থাপক মো. শামছুল আলামিন বলেন, কালাই ব্যাংকার্স ক্লাব সবসময় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কালাই ব্যাংকার্স ক্লাব আয়োজনে শতাধিক ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করেছি। এক একটি গাছ সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ বৃক্ষে পরিণত হবে এবং তা পরিবেশে দীর্ঘমেয়াদে সুফল প্রভাব ফেলবে, তেমনি এই গাছগুলো বড় হয়ে এলাকার মানুষের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।