দাকোপে প্লাষ্টিক পলিথিনে দূষন বিষয়ক সভা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৫:৩৪ পিএম
দাকোপে প্লাষ্টিক পলিথিনে দূষন বিষয়ক সভা

দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে প্লাষ্টিক এবং পলিথিন ব্যবহারে পরিবেশ দূষন প্রতিরোধে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শিক্ষক চিন্ময় বিশ্বাস, উজ্জলা বিশ্বাস, সাংবাদিক পারুল বেগম, সুশীলনের দাকোপ উপজেলা কো-অর্ডিনেটর রওশন আরা, রুপান্তর কর্মি বিপাশা রায়। রুপান্তরের ইউথ গ্রুপের সদস্য অমিত রায়ের সঞ্চালনায় সভায় প্লাষ্টিক ও পলিথিন ব্যবহার নিরুৎসাহিত এবং ব্যবহ্নত বর্জ্য বিনষ্ট করার বিষয় তুলে ধরেন ইউথ গ্রুপের সদস্য ইবা মন্ডল, মুক্তা সাহা, পূজা রায়, জুয়েল মন্ডল, গিরিশ চন্দ্র রায়, অন্তরা মিস্ত্রি, প্রান্ত বিশ্বাস প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে