সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামের মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় কবরস্থানের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব উপজেলার বিয়াস বাজারের মাবিয়ার মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা এক পক্ষের আসাদ আলী (৪০), মাহাবুব হোসেন (৩৮), হামিদুল (৪০) ও রাকিবুল ইসলাম (৩৫)। অপর পক্ষের জাকির হোসেন (৪৫), আশরাফুল ইসলাম (৪০), আজিমদ্দিন (৪২), আব্দুল বারি (৪৫)।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের হিসাব কে কেন্দ্র করে গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়েটি তদন্ত চলছে।