খাদ্যসামগ্রী বিতরণ

চাটমোহরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৫:৪৭ পিএম
চাটমোহরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প. দপ্তরের উদ্যোগে জাতীয়  পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।  বুধবার (২৮ মে) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল।  এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্দুল গনি,সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ সোহেল রানা,হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান,স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আসলাম আলি আবির,ডাঃ মিজানুর রহমান,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আগামী ৩ জুন পর্যন্ত এই সপ্তাহ উদযাপিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ ওমর ফারুক বুলবুল।

আপনার জেলার সংবাদ পড়তে