শহীদ আলিফের পরিবারের জন্য কোটি টাকার উদ্যোগ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৫০ এএম
শহীদ আলিফের পরিবারের জন্য কোটি টাকার উদ্যোগ

বহিষ্কৃত ইসকন সদস্য চিন্ময় দাশের উগ্র অনুসারীদের হাতে নির্মমভাবে নিহত এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্ত্রী, দুই বছর বয়সী কন্যা এবং গর্ভের অনাগত সন্তানের জন্য কোটি টাকা সহায়তার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা আলহাজ্জ শামসুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন আজ শহীদের পরিবারের সাথে আলাপ করে তাদের সম্মতিতে এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, "শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাঁর নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলার জমিনে মাজলুমের প্রতিকী ইতিহাস হয়ে উঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই। শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। এতদবিষয়ে আজ সকালে শহীদ পরিবারের সাথে কথা হয়েছে। উনারাও সম্মতি জানিয়েছেন। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লক্ষ টাকা উপহার দিয়ে এই মহৎ উদ্যোগে আমরা বিসমিল্লাহ করছি। দেশবাসীর কাছে আহ্বান জানাই, এই মানবিক দায়িত্ব পালনে আন্তরিক ভালোবাসায় আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপহার নিয়ে এগিয়ে আসুন। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং আমাদের ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, ইনশাআল্লাহ!" তিনি আরো বলেন, “শহীদ পরিবারের জন্য ফাউন্ডেশনের ১ কোটি টাকার উদ্যোগ” বাস্তবায়নে ফাউন্ডেশনের সদ্য উদ্ভাবিত এবং শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম যবষঢ়হযবষঢ়বৎ.পড়স এর সংযুক্ত লিংকে ক্লিক করে দেশ-বিদেশ থেকে সহজেই অংশগ্রহণ করা যাবে। এর মাধ্যমে আপনি আপনার পক্ষ থেকে যেকোনো পরিমাণ উপহার সহজেই প্রদান করতে পারবেন। আপনার দেওয়া উপহারসহ তহবিলে কত টাকা জমা হয়েছে, তার লাইভ আপডেটও সাথে সাথে দেখতে পারবেন। আগামী ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে উত্তোলিত পুরো উপহার সরকারি এবং বেসরকারি দায়িত্বশীলগণের উপস্থিতিতে শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ!" যবষঢ়হযবষঢ়বৎ.পড়স এ উপহার প্রদানের ক্ষেত্রে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে ০১৮৪১০৪০৫৪৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন, আমরা একসঙ্গে এগিয়ে এসে শহীদ সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াই এবং সামর্থ্য অনুযায়ী ভালোবাসা ও মানবতার এই উপহার পৌঁছে দিয়ে  নতুন এক ইতিহাসে অংশগ্রহণ করি।"


ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র, বহিষ্কৃত ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাশকে গত সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকায় গ্রেপ্তার করে ডিবি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতে চিন্ময় দাশের জামিন আবেদন নাকচ করা হলে তার অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শণ করে। তারা আদালত এলাকার একটি মসজিদ ভাংচুর করে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি সাইফুল ইসলাম আলিফকে অতর্কিত তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহত আইনজীবি আলিফ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের পুত্র। তার দুই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে স্ত্রী সন্তান সম্ভবা। বুধবার ৫ দফা জানাযা শেষে নিজ গ্রামে আলিফকে দাফন করা হয়। গ্রেপ্তারকৃত চিন্ময় দাশ ওরফে চন্দন ধর পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করইয়ানগর বনিক (বাইন্যা) পাড়ার মৃত আশুতোষ মাস্টারের কনিষ্ঠ পুত্র।

আপনার জেলার সংবাদ পড়তে