ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০৮:০৫ পিএম
ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ধান বোঝাই ট্রাকের সঙ্গে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (৪৫) নামের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত এবং রিপন (৪৫) নামের এক ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত নাজমুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার চেলে। সে ট্রাকের ধান বোঝাই ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন এবং আহত চালক রিপনও একই ট্রাকের চালক ছিলেন।

ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার কযেরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী খিয়ারপাড়া ব্রক্ষ্মচারী মন্দির সংলগ্ন সড়কে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময বিরামপুর থেকে দিনাজপুরগামী ইট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২২৭) অম্রবাড়ী খিয়ারপাড়া ব্রক্ষ্মচারী মন্দির সংলগ্ন সড়কে স্থানে আসার পরপরই দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ধান বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৫-৯১১৯) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের হেলপার নাজমুলের মৃত্যু হয়। এ সময় একই ট্রাকের চালক রিপন গুরুতর আহন হন। তবে ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। 

স্থানীয়দের সহযোগিতায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হেলপার নাজমুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত চালক রিপনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে। ট্রাক দু’টোকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।