নোয়াখালীগামী এক্সপ্রেস ট্রেন-পিক-আপভ্যান সংঘর্ষ, রক্ষা পেল শত শত যাত্রী

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ১০:৪৮ পিএম
নোয়াখালীগামী এক্সপ্রেস ট্রেন-পিক-আপভ্যান সংঘর্ষ, রক্ষা পেল শত শত যাত্রী

নোয়াখালীগামী আন্তনগর উপকুল এক্সপ্রেস ট্রেন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম নোয়াখালী রেলগেট (উত্তর) এলাকায় আলুভর্তি পিক-আপভ্যানের সাথে সংঘর্ষ হয়েছে। অল্পের জন্য রক্ষা পেল শত শত ট্রেন যাত্রী। জানা যায় লাকসাম রেলওয়ে জংশন থেকে ৮:২০ মিনিটের সময় নোয়াখালীগামী আন্তনগর উপকুল এক্সপ্রেস ট্রেন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম নোয়াখালী রেলগেট (উত্তর) এলাকা ছেড়ে যাওয়ার সময় আলুভর্তি পিক-আপভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় রেলের গেইট বন্ধ ছিলো। পিক-আপ চালক মো.ইব্রাহিম (২৫) পিতা-ফরিদ মিয়া নিমসার এলাকার বাসিন্দা। পিক-আপ চালক রেলের সিগনাল অমান্য করে চালক ডিভাইডার দিয়ে উল্টো পথে ঢ়ুকে পড়ে। এসময় ট্রেন চালক বুঝতে পেরে বার বার হর্ণ দিয়ে গতি রোধ করে করে।এর পর ও ট্রেনের গতি কম থাকায় পিক-আপের পিছনের অংশে ধাক্কা লাগে ফলে পিক-আপভ্যানটি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দশ মিনিট বিলম্বে উপকুল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পিক-আপ চালককে ইব্রাহিমকে আটক করে এবং দুর্ঘটনা কবলিত পিক-আপভ্যানটি উদ্ধার করে। যানজট নিরশন করে।

আপনার জেলার সংবাদ পড়তে