সুজানগরে বোতলজাত সয়াবিন তেল শূন্য

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:২০ এএম
সুজানগরে বোতলজাত সয়াবিন তেল শূন্য

পাবনার সুজানগরের হাটবাজারের অধিকাংশ মুদিখানার দোকান বোতলজাত সয়াবিন তেল শূন্য হয়ে পড়েছে। হাটবাজারের কিছু কিছু দোকানে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও চাহিদার তুলনায় অপ্রতুল। এতে বিপাকে পড়েছেন সর্বস্তরের ভোক্তারা। সরেজমিন খোঁজ খবরকালে সুজানগর পৌর বাজারের মুদিখানা ব্যবসায়ী রমজান আলী জানান, গত ৯ডিসেম্বর সরকার বোতলজাত এবং খোলা সয়াবিল তেলের দাম লিটার প্রতি ৮টাকা বৃদ্ধির আগ পর্যন্তও উপজেলার হাটবাজারের মুদিখানার দোকানে পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল সরবরাহ ছিল। কিন্তু দাম বৃদ্ধির পর পর অজ্ঞাত কারণে সয়াবিন তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হাটবাজারের দোকানপাটে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। একই বাজারের মুদিখানা ব্যবসায়ী  অনন্ত কুমার কুন্ডু বলেন হাটবাজারের দোকানপাটে খোলা সয়াবিনের তুলনায় বোতলজাত সয়াবিন তেলের চাহিদা অনেক বেশি। কিন্তু গত ৫/৬দিন হলো সয়াবিন তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হাটবাজারের দোকানপাটে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ বন্ধ রেখেছে। আমরা ব্যবসায়ীরা বার বার তেলের চাহিদা দেওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো তেল সরবরাহ করছেনা। ফলে আমরা ক্রেতাদের মাঝে বিশেষ করে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করতে পারছিনা। উপজেলার সাতবাড়য়ী বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন সয়াবিন তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হাটবাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে আরো দাম বৃদ্ধির ধান্দায় তেল সরবরাহ বন্ধ রেখেছে। আর সেকারণে সুজানগরের অধিকাংশ হাটবাজারের দোকানপাট বোতলজাত সয়াবিন তেল শূন্য হয়ে পড়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে