হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণি কর্মচারীদের কর্মবিরতি পালিত

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) :
| আপডেট: ২৯ মে, ২০২৫, ০২:৫২ পিএম | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০২:৫২ পিএম
হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণি কর্মচারীদের কর্মবিরতি পালিত

উৎসব ভাতা শতভাগ উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন হাতিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেনির কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থশ্রেনির কর্মচারি পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে হাতিয়ায় কর্মরত বেসরকারি এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও শ্রেনির কর্মচারীরা স্ব স্ব বিদ্যালয়ে এ কর্মবিরতি পালন করছেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থশ্রেনির কর্মচারি পরিষদ হাতিয়া শাখার সভাপতি মো. আকরাম হোসেন চলমান এ কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার প্রতিষ্ঠানগুলোতে অর্ধদিবস কর্মসূচি পালিত হলেও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মচারিরা তাদের অর্পিত সকল দাপ্তরিক কাজ থেকে সম্পূর্ণ কর্মবিরতি পালন করছেন ।

সংগঠনের সাধারণ সম্পাদক এমলাক হোসেন জানান, অন্তবর্তী সরকার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ালেও কর্মচারিদের জন্য ভাতা না বাড়ানোয় তারা এ কর্মসূচির ডাক দেয়। অন্তবর্তী সরকার ঈদের আগে কর্মচারিদের জন্য ২৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করার দাবি জানান। অন্যথায় ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।  

আন্দোলনরত তৃতীয় শ্রেণির সদস্য আমিরুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় হাতিয়াতেও এমপিও ভুক্ত বিদ্যালয়ের কর্মচারিগণ স্বল্প বেতনে চাকরি করে যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করলেও সে দাবির প্রতি সরকার ভ্রক্ষেপ করছে না। বাধ্য হয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।

সংগঠনের নেতারা আরো জানান, এর আগে তারা শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে কর্মচারীদেরও সমানুপাতিক হারে ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ হয়েছেন। বাধ্য হয়ে কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে