নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় বর্ষার শুরুতেই মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে মা মাছ রক্ষায় লিফলেট বিতরণ, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা এবং ঈদুল আযহা উপলক্ষ্যে সড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল কবীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।