ময়মনসিংহের ভালুকা উপজেলা ভালুকা মধ্যবাজারে নিষিদ্দ পলিথিন গুদাম জাত করার সময় দিলীপ দাস (৪০) নামে এক ব্যবসায়ীর ৩৯০ কেজি পলিথিন জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ভ্রাম্যমান আদাল গঠন করে পলিথিন বিক্রির অভিযোগে দিলীপ দাসকে বিশ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যজিস্টেট হাসান আব্দুল্লা আল মাহমুদ।
ভালুকা মডেল থানার অফিসার ইনর্চাস হুমায়ন কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভালুকা মধ্য বাজারে ব্যবসায়ী দিলীপ দাসের গুদামে অভিযান চালিয়ে ৩৯০ কেজি পলিথিন জব্দ করে দিলীপ দাসকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মামুদ ভ্রাম্যমান আদালত গঠন করে নিষিদ্ব পলিথিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ধংস করার নির্দেশ প্রদান করেন।