রাজশাহীতে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৪:৩৬ পিএম
রাজশাহীতে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত
নানা আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ৯ টায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এর পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ অংশ নেন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, আনসার, র‍‍্যাবসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে