ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল ও চেক বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৫:১৬ পিএম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল ও চেক বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা ভাতার চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে গফরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা ভাতার চেক বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান,

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান হাবীবসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষার্থীরা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে