বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ পদত্যাগ করবেন না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে পদত্যাগের জন্য বার্তা দেওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। মুঠোফোনে তিনি বলেন, ‘পদত্যাগ করব না আমি, কোনো কারণ নেই। কোনো কারণ দেখাইতে পারে নাই।’ গত বছরের ৫ আগস্ট দেশে ক্ষমতার পরিবর্তনের পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এছাড়া ক্ষমতাসীন দলের সমর্থনে আরও কয়েকজন পরিচালক নির্বাচিত হন। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির জন্য ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ফারুক বিসিবির সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে শুরু থেকেই তার কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। পাশাপাশি মাঠের ক্রিকেটেও নেই কোনো সুখবর। এসব কারণেই বিসিবি সভাপতি হিসেবে তিনি প্রবলভাবে সমালোচিত। পদত্যাগ না করার সিদ্ধান্তটি তিনি বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বলেও নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে দেখা করেন ফারুক আহমেদ। আলোচনায় বিসিবির আসন্ন নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। ক্রীড়া উপদেষ্টা তাকে বার্তা দিয়েছেন যে, বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার।