নাটোরের লালপুরে পুকুরে ডুবে মরিয়ম মীম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীম উপজেলার পালিদেহা গ্রামের বিদ্যুৎ হোসেনের মেয়ে ও পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
মীমের দাদা আলাল উদ্দিন জানান, স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে গ্রামের মোঃ আসলাম হোসেনের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। এসময় তার সহপাঠীদের মাধ্যমে পুকুরে ডুবার বিষয়টি শুনে স্থানীয়রা মিম কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাহার আলী মিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।