চাঁদপুর সদর উপজেলা কৃষি দপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ মে, ২০২৫, ০৭:৩০ পিএম
চাঁদপুর সদর উপজেলা কৃষি দপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর সদর উপজেলা আয়োজিত  পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ পার্টনার কংগ্রেস।

উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। 

স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  মোসা: সুমি আক্তার (বিসিএস কৃষি)।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন।অভিজ্ঞতা শেয়ার করে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লায়লা বেগম।

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার কৃষক-কৃষাণী, কৃষক সংগঠনের প্রতিনিধি বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি ছিল কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চঅজঞঘঊজ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও দারিদ্র্য নিরসনের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে