ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের মাসিক সভা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ১১:৫৩ এএম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের মাসিক সভা

'আসুন আমরা সকলে বাল্যবিয়ে ও মাদককে না বলি'- এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের (ডিপিএফ) মে মাসের মাসিক সভা। সভায় ডিপিএফ- এর  ব্যানারে ওই মাসে অনুষ্ঠিত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কর্মসূচির সফলতা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। নির্ধারণ করা হয়েছে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ডিপিএফ এর সভাপতি মো. আরজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন - ডিপিএফ-এর ভাইস চেয়ারম্যান এসি তাপসী রায়, সদস্য মো. আইয়ুব খান, এস. এম শাহিন, মো. আবু তাহের ভূঁইয়া, মো. আশিকুর রহমান, মো. পারভেজ মিয়া, মোছা: শিরিন বেগম, মেহেদী হাসান রজত,  মো. আমগীর মিয়া ও সুমা বেগম। বক্তারা এই মাসে অনুষ্ঠিত জেলা পলিসি ফোরামের বিভিন্ন কর্মসূচির উপর বিশদ আলোচনা করেন।  আগামী মাসে নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (ওসি) এর উপস্থিতিতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক দুটি সভা করার সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে একটি মাধ্যমিক বিদ্যালয়ে একই নিষয়ে উঠান বৈঠক করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে