বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার উপেক্ষা করে গত বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক মোঃ রেজাউল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট সাইফুস সালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন লুৎফুর রহমান ঢালী ও আবৃত্তিশিল্পী শেখ রায়হান মোজাম্মেল প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।