রাজনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (আউয়াল কালাম বেগ; রাজনগর, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০২:২৭ পিএম
রাজনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা দুর্নীতি দমন কমিশন (সজেকা) হবিগঞ্জ ও রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক  বিভিন্ন  স্কুল  মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৯ মে ২০২৫ খ্রি. বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান  মালার মধ্যে ছিল দুর্নীতি বিরোধী  র্যালী, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা,  পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হল রুমে এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। বেলা তিনটায় শুরু  হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ একে জিল্লুুল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শংকর দুলাল দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলম, রাজনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, জিলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, শরীফ মো. নেয়ামত উল্লাহ, মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তোফায়েল আহমদ, বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল ওয়াদুদ, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মানিক লাল গোস্বামী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি, আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক, আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়।

আপনার জেলার সংবাদ পড়তে