হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৩:৪৪ পিএম
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে কনা আক্তার (২৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কনা আক্তার একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। 

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকালে পিতার বাড়িতে যাওয়ার জন্য পাশের বাড়িতে অটোরিকশার খোঁজ করতে যান কনা। পরে চার্জে লাগানো অটোরিকশায় হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাঞ্জন পন্ডিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে