সুন্দরবন খুলনা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন দক্ষিন কালবগী গ্রামের আবুল বাশার (৩৫)। শুক্রবার সকাল ৮ টার দিকে তার বাড়ি থেকে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। জানা গেছে শিবসা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণ শিকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।