পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে চাটমোহর রেলস্টেশনের এক কিলোমিটার পুর্বে জগতলা ঢালান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বন্যা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত আরজান আলী মেম্বারের মেয়ে।
স্থানীয়রা জানান,শুক্রবার সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় বন্যা। পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে। দুপুর ১টার পরে চিলাহাটি এক্সপ্রেস চাটমোহর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে যাওয়ার সময় জগতলা ঢালান এলাকায় ট্রেনে কাটা পড়েন কিশোরী বন্যা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,মূলগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফরহাদ হোসেন মানিক।