বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব জুয়েলার প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। বাজুস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অনির্দিষ্টকালের এই ধর্মঘট পাবনার চাটমোহরেও শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে চাটমোহর উপজেলার সকল জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা করা হয়। গতকাল শুক্রবারও এই ধর্মঘট অব্যাহত ছিলো। কেন্দ্রীয় এই কর্মসূচি পালনকালে চাটমোহর পুরাতন বাজার দোলবেদীতলা সোনাপট্টি এলাকায় প্রতিবাদ সভা করে বাজুস চাটমোহর উপজেলা শাখার সদস্যরা। এ সময় বাজুস চাটমোহর উপজেলা শাখার সভাপতি সুশান্ত রায়,সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রান্টু,রনি রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি রিপনুল হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে ও হয়নারিমূলক মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।