মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : | প্রকাশ: ৩০ মে, ২০২৫, ০৭:৫৩ পিএম
মতলব উত্তরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র উদ্যোগে বাংলাদেশের প্রথম শহীদ প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে-২০২৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। 

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ খান। পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু। এসময় আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সহ-সভাপতি গনি তফদার, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন প্রধান, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু, নাজমুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি সর্বপ্রথম চট্টগ্রামে স্বাধীনতা ঘোষনা করেন। তিনি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। এমন দেশপ্রেমিক একজন রাষ্ট্রপতি পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান জাতি ছিলাম। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় হল তাকে বেচেঁ থাকতে দেওয়া হয়নি। নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে। বক্তারা আরো বলেন, আজকের এই দিনে আমাদের নেতাকে হারানোর শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে আরো এগিয়ে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করে যাব। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কালীপুর বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে তারারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে