লালপুরে আ. লীগ ও ছাত্র লীগের ৪ নেতা গ্রেফতার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫২ এএম
লালপুরে আ. লীগ ও ছাত্র লীগের ৪ নেতা গ্রেফতার

নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। লালপুর থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্র লীগের ৪ নেতাকে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রহিমপুর গ্রামের মল্লুক চাঁদের ছেলে বিলমাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন (৩৬), রহিমপুর গ্রামের হকমান আলীর ছেলে বিলমাড়ীয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনি আলী (২৮), চাঁদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে কদিমচিলান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুক্তাদুর (৩৫), কচুয়া গ্রামের মৃত রমজানের  ছেলে আরবাব ইউনিয়নের ৭ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন (৫৪)। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, লালপুর থানার একটি নিয়মিত মামলায় আওয়ামী লীগ ও ছাত্র লীগের ৪ নেতাকে গ্রেফতার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে