বর্তমানে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে, দেশ একটা সংকটকালীন সময় পার করছে। যতটা সহজ মনে করছি বর্তমান সময়টা ততটা সহজ নয়। আমরা জানি বড় একটা সংকটকালীন সময় চলছে এই বলে সবাইকে সতর্ক করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
তিনি গতকাল ৩০ মে শুক্রবার রাতে জেলার ডোমার উপজেলায় জেলাবাসীর স্বাস্থ্য সেবা সহযোগীতায় একটি এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সকলকে বুঝতে হবে, জাতি হিসাবে আমরা চাই একটা স্থায়ীভাবে শান্ত শান্তিপুর্ন পরিবেশ এ দেশে প্রতিষ্ঠিত হোক। অবিচারমুক্ত, বৈষম্যমুক্ত একটা সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক। যে বাংলাদেশে অবিচার থাকবে না, যে বাংলাদেশে অন্যায় থাকবে না, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোন রকম চাদাবাজি থাকবে না। যে বাংলাদেশে কোন রকমভাবে যে কেউ হয়রানির শিকার হবে না। এমন একটা সুন্দর বাংলাদেশ এমন একটা সুন্দর, সহনীয় শান্তিপুর্ন সমাজ বি-নির্মানে তিনি সবাইকে কাধে কাধ মিলিয়ে সামনে আসার আহ্বান জানান।
জমিয়ত নেতা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী প্রকৌশলী জাহিদুল ইসলাম, মুফতি মাহমুদ বিন আলম, জমিয়ত নেতা একরামুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।