কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি বিএনপি নেতা কর্ণেল (!অব.) এম. আনোয়ার উল আজিম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...। শনিবার ভোরে তিনি ঢাকা এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেণ। তিনি ২০০১ সালে (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে যান। তিনি আলানা গ্রুফ নামে ব্যাবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং ঢাকা রাওয়া ক্লাবের একজন মেম্বার। তিনি নিজ এলাকা চিতোষী বিশ্ববিবদ্যালয় কলেজ, শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্য।লয়, শাহ শরীফ ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। লাকসাম, মনোহরগঞ্জের রাজনৈতিক, সামাজিক পরিমণ্ডলে কর্নেল আজিম ব্যক্তিত্ব গুণে তিনি ছিলেন দলমতের উর্ধ্বে একজন জনপ্রিয় মানুষ। শনিবার সকাল ১২টায় ঢাকা বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে জানাযা শেষে বিকেলে আসর বাদে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাযা শেষে শরীফপুর নিজ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাহার মৃত্যুতে (লাকসাম-মনোহরগঞ্জ) শোকের ছাঁয়া নেমে আসে এবং বিএনপি নেতা কর্মীরা কন্নায় ভেঙ্গে পড়েন । তাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।