জলাবদ্ধতার কারণে এ বছর সুজানগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উক্ত মাঠে নামাজ আদায়কারী মুসল্লিাগণ হতাশায় ভুগছেন।
জানা যায়, সুজানগর পৌরসভার নিজস্ব কোন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ নেই। পৌরসভাধীন সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠকে পৌর কেন্দ্রূ ঈদগাহ মাঠ হিসেবে ব্যবহার করে সেখানে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজের জামাত আদায় করা হয়। কিন্তু গত দুইদিনের প্রচণ্ড বৃষ্টিতে উক্ত বিদ্যালয় মাঠে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বা পৌর কর্তৃপক্ষ এ পর্যন্ত জলাবদ্ধতা দূরিকরণে কোন পদক্ষেপ নেইনি। ফলে এ বছর উক্ত মাঠে ঈদুল আযহার নামাজ আদায় ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির কার্যকরী সদস্য মোঃ শফিকুল ইসলাম খান বাবু বলেন জলাবদ্ধতা দূর করে উক্ত মাঠে ঈদুল আযহার নামাজ আদায়ের প্রক্রিয়া চলছে। তবে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা দূরিকরণের প্রক্রিয়া ব্যাহত হলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায়কারী মুসল্লিগণ সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ আশপাশের মসজিদে নামাজ আদায় করবেন।