র‌্যালি, আলোচনা সভা ও বই মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উদযাপন

এফএনএস (জীতেন বড়ুয়া; খাগড়াছড়ি) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৪:০০ পিএম
খাগড়াছড়িতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উদযাপন

বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বই মেলার উদ্বোধন করা হয়েছে। 

৩১ মে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার। জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ। এর আগে বিশাল র‌্যালিসহ জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  পরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বই মেলার উদ্বোধন ও প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। এসময় জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন অতিথিদের অর্ভ্যথনা জানান।  বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জেলা, পৌর ও উপজেলার নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে