সিংড়ায় দুই লক্ষাধিক টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৪:০৫ পিএম
সিংড়ায়  দুই লক্ষাধিক টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন

নাটোরের সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। বর্ষার শুরুতেই মা মাছ ও পোনা মাছ সহ জীববৈচিত্র্য রক্ষায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও তিশিখালী, সাতপুকুরিয়া ও ইন্দ্রাসুন খালের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় ৬০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। বিলের জীববৈচিত্র্য রক্ষায় পথে পথে বিভিন্ন বাজার এলাকার উপস্থিত জনসাধারণকে সচেতন করছেন ইউএনও। জব্দকৃত জালের মূল প্রায় দুই লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

এই অভিযানের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইউএনও মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।