লালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৪:১২ পিএম
লালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫। শুক্রবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি  উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের

সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনজুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদুল ইসলামৎসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনায় বক্তারা তামাক ও নিকোটিনের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক কোম্পানির কৌশল সম্পর্কে সবাইকে সচেতন করার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে