বড়াইগ্রামে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৬:৩০ পিএম
বড়াইগ্রামে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি বেড়াতে এসে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে আছিয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া উপজেলার আগ্রান গ্রামের সৌদি প্রবাসী সুজন হোসেনের মেয়ে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, দুদিন আগে মায়ের সাথে আছিয়া নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সে বাড়ির সামনে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিক্সা তাকে চাপা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে