সৈয়দপুরে মাদক ব্যবসায়ি স্বামী-স্ত্রী গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:০৪ পিএম
সৈয়দপুরে মাদক ব্যবসায়ি স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ২৯ মে ওই যৌথ অভিযানে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ার মাদক ব্যবসায়ি স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন,অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশ সুপার, এ.এফ.এম তারিক হোসেন খান দিক-নির্দেশনা দেন। এটির তত্বাবধায়নে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, এ কে এম ওহিদুন্নবী। নের্তত্বে ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি।

সৈয়দপুর থানার এসআই মোঃ মেহেদী হাসান খান মারুফ সঙ্গীয় অফিসার ফোর্স ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলসহ সৈয়দপুর থানা এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে সৈয়দপুর থানার কুখ্যাত মাদক ব্যবসায়ী বা মাদক সম্রাট মোঃ ফারুক ও তার স্ত্রী মুক্তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক ও মুক্তা বসতবাড়ীতে তাহাদের নিজ শয়ন কক্ষের ভিতর হতে আসামী ফারুক ও নারী পুলিশের সহায়তায় আসামী মুক্তাকে গ্রেফতার করা হয়। 

এ সময় ২০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট। যার মুল্য ৬ হাজার টাকা। ৩৮৫ পিস কথিত নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট। যার মুল্য ৭৭ হাজার টাকা এবং নগদ ৬৫৭৯০ টাকা উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ১৩৫ সিসি একটি মোটর সাইকেল। 

 মাদক সম্রাট মোঃ ফারুক এর বিরুদ্ধে সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত আসামী মোঃ ফারুক এর বিরুদ্ধে সৈয়দপুর থানার ৩টি ও ঠাকুরগাঁও এর রানীশংকৈল থানায় একটি মামলা পাওয়া যায়।

আপনার জেলার সংবাদ পড়তে